ডাক ও টেলিযোগাযোগে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ প্রকাশিত হয়েছে পদ সংখ্যা ১৬টি।

ডাক ও টেলিযোগাযোগে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪

ডাক ও টেলিযোগাযোগে বিভাগের রাজস্ব খাতভুক্ত নিম্নলিখিত শূন্য পদ পূরণের উদ্দেশ্যে অস্থায়ীভাবে সরাসরি নিয়োগের জন্য বাংলাদেশী নাগরিকদের নিকট হতে নিম্নবর্ণিত শর্তসাপেক্ষে নির্ধারিত সময়ের মধ্যে অনলাইন এ আবেদন আহবান করা হচ্ছে।

পদসমূহ: ডাক ও টেলিযোগাযোগে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪

. সাঁট-মুদ্রাক্ষরিক কম্পিউটার অপারেটর

পদের সংখ্যাঃ ০২

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতাঃ

(ক) কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে স্নাতক বা সমমানের ডিগ্রি

(খ) কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত

(গ) সাঁটলিপিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে ৭০ শব্দ এবং বাংলায় ৪৫ শব্দ

(ঘ) কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে ৩০ ও বাংলায় ২৫ শব্দ।

(ঙ) কম্পিউটারে Word processing  সহ ই-মেইল ও ফ্যাক্স পরিচালনার দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে।

যে সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন :

ঢাকা, মানিকগঞ্জ, নরসিংদী, গাজীপুর, নারায়নগঞ্জ, মুন্সীগঞ্জ, টাঙ্গাইল, শরীয়তপুর, গোপালগঞ্জ, ফরিদপুর, পাবলা, রাজশাহী, বগুড়া, চাঁপাইনবাবগঞ্জ, রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী, বরিশাল, পটুয়াখালী, ভোলা, বরগুনা, ঝালকাঠি, পিরোজপুর, সিলেট, মৌলভীবাজার ও হবিগঞ্জ।

তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধীগণের ক্ষেত্রে সকল জেলার প্রার্থী আবদেন করতে পারবেন।

. কম্পিউটার অপারেটর

পদের সংখ্যাঃ ০১

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতাঃ

(ক) কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমমানের ডিগ্রি

(খ) কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় ২৫ শব্দ এবং ইংরেজিতে ৩০ শব্দের গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে Standard Aptitude test এ উত্তীর্ণ হতে হবে।

যে সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন :

ঢাকা, মানিকগঞ্জ, নরসিংদী, গাজীপুর, নারায়নগঞ্জ, মুন্সীগঞ্জ, টাঙ্গাইল, শরীয়তপুর, গোপালগঞ্জ, ফরিদপুর, পাবলা, রাজশাহী, বগুড়া, চাঁপাইনবাবগঞ্জ, রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী, বরিশাল, পটুয়াখালী, ভোলা, বরগুনা, ঝালকাঠি, পিরোজপুর, সিলেট, মৌলভীবাজার ও হবিগঞ্জ।

তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধীগণের ক্ষেত্রে সকল জেলার প্রার্থী আবদেন করতে পারবেন।

. ক্যাশিয়ার

পদের সংখ্যাঃ ০১

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতাঃ

(ক) কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য বিভাগে স্নাতক ডিগ্রি

(খ) কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে

(গ) কম্পিউটারে Word processing  সহ কম্পিউটার চালনার দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে।

যে সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন :

ঢাকা, মানিকগঞ্জ, নরসিংদী, গাজীপুর, নারায়নগঞ্জ, মুন্সীগঞ্জ, টাঙ্গাইল, শরীয়তপুর, গোপালগঞ্জ, ফরিদপুর, পাবলা, রাজশাহী, বগুড়া, চাঁপাইনবাবগঞ্জ, রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী, বরিশাল, পটুয়াখালী, ভোলা, বরগুনা, ঝালকাঠি, পিরোজপুর, সিলেট, মৌলভীবাজার ও হবিগঞ্জ।

তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধীগণের ক্ষেত্রে সকল জেলার প্রার্থী আবদেন করতে পারবেন।

. অফিস সহায়ক

পদের সংখ্যাঃ ১২

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতাঃ

(ক) কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ

যে সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন :

ঢাকা, মানিকগঞ্জ, নরসিংদী, গাজীপুর, নারায়নগঞ্জ, মুন্সীগঞ্জ, টাঙ্গাইল, শরীয়তপুর, গোপালগঞ্জ, ফরিদপুর, পাবলা, রাজশাহী, বগুড়া, চাঁপাইনবাবগঞ্জ, রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী, বরিশাল, পটুয়াখালী, ভোলা, বরগুনা, ঝালকাঠি, পিরোজপুর, সিলেট, মৌলভীবাজার ও হবিগঞ্জ।

তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধীগণের ক্ষেত্রে সকল জেলার প্রার্থী আবদেন করতে পারবেন।

আবদনের বয়সসীমা:

০১/০৪/২০২৪ প্রার্থীর বয়সসীমা  তারিখে ৩০ বছর হতে হবে। তবে বীর ‍মুক্তিযোদ্ধার/শহীদ মুক্তিযোদ্ধার পুত্র-কন্যা/পুত্র-কন্যার পুত্র-কন্যা ও শারীরিক প্রতিবন্ধিদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়স ৩২ বছর পর্যন্ত শিথিলযোগ্য। বয়সের ক্ষেত্রে কোন এফিডেভিট গ্রহণযোগ্য হবে না।

সাঁট-মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর পদের জন্য বিভাগীয় প্রার্থিদের বয়সসীমা ৪০ বছর পর্যন্ত শিথিলযোগ্য।

উক্ত সময়সীমার মধ্যে User ID প্রাপ্ত প্রার্থীগণ Online- এআবেদনপত্র Submit এর সময় থেকে পরবর্তী ৭২ (বাহাত্তর) ঘন্টার মধ্যে এসএমএস এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন।

আবেদনের সময়সীমা:

আবেদনপত্র পূরণ ও আবেদন ফি জমাদান শুরুর তারিখ ও সময়   ১৮/০৪/২০২৪ তারিখ সকাল ১০:০০ ঘটিকা।

আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময় ১৭/০৫/২০২৪ তারিখ বিকাল ০৫:০০ টা পর্যন্ত অনলাইনে দাখিল করা যাবে।

উক্ত সময়সীমার মধ্যে User ID প্রাপ্ত প্রার্থীগণ Online- এআবেদনপত্র Submit এর সময় থেকে পরবর্তী ৭২ (বাহাত্তর) ঘন্টার মধ্যে এসএমএস এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন।

ছবি ও স্বাক্ষরের সাইজ:

ছবির সাইজ:  দৈর্ঘ্য ৩০০ X প্রস্থ ৩০০ সাইজের রঙিন ছবি ১০০ কিলোবাইট আপলোড করতে হবে।

স্বাক্ষরের সাইজ:  দৈর্ঘ্য ৩০০ X প্রস্থ ৮০ সাইজের স্বাক্ষর ৬০ কিলোবাইট আপলোড করতে হবে।

ফি এর পরিমাণ:

১ হতে ৩  ক্রমিক নম্বরের জন্য পরীক্ষার ফি বাবদ ২০০ টাকা ও টেলিটক সার্ভিস চার্জ বাবদ ২৩/- টাকাসহ মোট ২২৩/- টাকা। ৪  ক্রমিক নম্বরের জন্য পরীক্ষার ফি বাবদ ১০০ টাকা ও টেলিটক সার্ভিস চার্জ বাবদ ১২/- টাকাসহ মোট ১১২/- টাকা।

Application’s Copy- তে একটি User ID নম্বর দেওয়া থাকবে। User ID নম্বর ব্যবহার করে প্রার্থী নিম্নোক্ত পদ্ধতিতে যেকোন টেলিটক প্রি-পেইড মোবাইল  নম্বরের মাধ্যমে ০২ (দুই)টি ‍SMS করে পরীক্ষার ফি বাবদ  অনধিক ৭২ ঘন্টার মধ্যে জমা দিবেন।

SMS এর মধ্যমে পরীক্ষার ফি প্রদান :

প্রথম এসএমএস: PTD<space> User ID লিখে 16222 নম্বরে Send করবেন। এসএমএস সেন্ড করলে আপনি একটি ফিরতি এসএমএস পাবেন। সেখানে আপনাকে একটি PIN নম্বর প্রদান করা হবে। এই PIN নম্বর দিয়ে আপনি দ্বিতীয় এসএমএস টি পাঠাবেন।

দ্বিতীয় এসএমএস: PTD<space> Yes <space> PIN লিখে 16222 নম্বরে ‍Send করবেন। এখানে আপনি সফলভাবে আবেদন ফ্রি প্রদান করেছেন মর্মে একটি ফিরতি এসএমএস এ password পাবেন।

প্রবেশপত্র:

  • প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি http://ptd.teletalk.com.bd ওয়েবসাইটে এবং প্রার্থীর মোবাইল ফোনে SMS এর মাধ্যমে যথাসময়ে জানানো হবে। আবেদনপত্রে ব্যবহৃত মোবাইল নম্বরে পরীক্ষা সংক্রান্ত যাবতীয় যোগাযোগ সম্পন্ন করা হবে। বিধায় উক্ত নম্বরটি সার্বক্ষণিক সচল রাখা, SMS পড়া এবং প্রাপ্ত নির্দেশনা তাৎক্ষণিকভাবে অনুসরণ করা বাঞ্জনীয়।
  • SMS এ প্রেরিত User ID ও Password ব্যবহার করে পরবর্তীতে রোল নম্বর, পদের নাম, ছবি, পরীক্ষার তারিখ, সময় ও স্থান/কেন্দ্রের নাম ইত্যাদি তথ্য সম্বলিত প্রবেশপত্র প্রার্থী DOwnload পূর্বক রঙিন কপি প্রিন্ট করে নিবেন। প্রার্থী প্রবেশপত্রটি লিখিত পরীক্ষায় অংশগ্রহণের সময় এবং উত্তিীর্ণ হলে ব্যবহারিক/ মৌখিক পরীক্ষার সময় অবশ্যই প্রদর্শন  করবেন।

This Post Has 0 Comments

  1. Lydia Donnelly

    Your comment is awaiting moderation.

    Hi there

    Looking to improve your posture and live a healthier life? Our Medico Postura™ Body Posture Corrector is here to help!

    Experience instant posture improvement with Medico Postura™. This easy-to-use device can be worn anywhere, anytime – at home, work, or even while you sleep.

    Made from lightweight, breathable fabric, it ensures comfort all day long.

    Grab it today at a fantastic 60% OFF: https://medicopostura.com

    Plus, enjoy FREE shipping for today only!

    Don’t miss out on this amazing deal. Get yours now and start transforming your posture!

    Thanks and Best Regards,

    Lydia

Leave a Reply