বন অধিদপ্তরে নিয়োগ বিজ্ঞপ্তি 2024
বন অধিদপ্তরে ফরেস্টার পদে অস্থায়ী শূণ্য পদসমূহ অস্থায়ীভাবে পূরণের নিমিত্ত বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে আবেদনপত্র আহবান করেছে।
পদসমূহ: বন অধিদপ্তরে নিয়োগ বিজ্ঞপ্তি 2024
১. ফরেস্টার
পদের সংখ্যাঃ ৭৮
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতাঃ
(ক) কোন স্বীকৃত বোর্ড হতে ডিপ্লোমা-ইন-ফরেস্ট্রি।
(খ) উচ্চতা ১৬৩ সে.মি ও বুকের মাপ ৭৬ সে.মি.
যে সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন না :
(ক) ফরিদপুর, গোপালগঞ্জ, শরীয়তপুর, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, খুলনা, নড়াইল, বরিশাল, ঝালকাঠী, পিরোজপুর ও পটুয়াখালী জেলা।
(খ) তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধি সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন।
আবদনের বয়সসীমা:
বিজ্ঞপ্তি জারির তারিখ হতে সর্বনিম্ন ১৮ বৎসর এবং সর্বোচ্চ ৩০ বৎসর হতে হবে।তবে বীর মুক্তিযোদ্ধার/শহীদ মুক্তিযোদ্ধার পুত্র-কন্যা শারীরিক প্রতিবন্ধিদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়স ৩২ বছর পর্যন্ত শিথিলযোগ্য। বীর মুক্তিযোদ্ধার/শহীদ মুক্তিযোদ্ধার পুত্র-কন্যারদের পুত্র-কন্যা ক্ষেত্রে সর্বোচ্চ বয়স ৩০ বছর হতে হবে।বয়সের ক্ষেত্রে কোন এফিডেভিট গ্রহণযোগ্য হবে না।
বন অধিদপ্তরের কর্মচারী নিয়োগ বিধিমালা, ২০১৯-এর তফসিল অনুযায়ী লিখিত ও মৌখিক পরীক্ষা গ্রহণ করা হবে।
আবেদনপত্র জমাদানের স্থান ও সময়সীমা:
চাকিরির আবেদন ফরম বন অধিদপ্তরের ওয়েব সাইট (www.bforest.gov.bd) হতে ডাউনলোড করে ব্যবহার করা যাবে। চাকরির আবেদন ফরম যথাযথভাবে পূরণ করে প্রধান বন সংরক্ষক, বন অধিদপ্তর, বন ভবন, আগারগাঁও, শেরেবাংলা নগর, ঢাকা-১২০৭ এর ঠিকানায় ৩০/০৫/২০২৪ তারিখ অফিস চলাকলীন ডাকযোগে পৌছাতে হবে অথবা বন ভবন,আগারগাঁও, ঢাকার দ্বিতীয় তলায় বক্সে সরাসরি পৌছাতে হবে।
ফি এর পরিমাণ:
প্রার্থীদেরকে পরীক্ষার ফি বাবদ ড্রাফস/পে-অর্ডারক অথবা কোড নং- ৬/৪৫৩১/০০০০/৮৮৩১ খাতে ট্রেজারি /সাবট্রেজারি, বাংলাদেশ ব্যাংক/সোনালী ব্যাংকে ২০০ টাকা জমা প্রদান করে প্রেজারি চালান আবেদন ফরমের সাথে অবশ্যই দাখিল করতে হবে।
আবেদনপত্র দাখিলের নিয়ামাবলি:
চাকরির আবেদন ফরমের সাথে ১ম শ্রেণীর গেজেটের কর্মকর্তা কর্তৃক সত্যায়িত প্রার্থীর
- সকল প্রকার শিক্ষাগত যোগ্যতার অনুলিপি
- জাতীয় পরিচয়পত্র/জম্মনিবন্ধন সনদের অনুলিপি
- সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/পৌরসভার মেয়র/সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিল কর্তৃক প্রদত্ত নাগরিক সনদপত্র
- কোটা সংক্রান্ত (যদি থাকে) সকল সনদের অনুলিপি এবং
- সদ্য তোলা পাসপোর্ট সাইজের ২(দুই) কপি ছবি দাখিল করতে হবে।