উপজেলা মা ও শিশু স্বাস্থ্যকেন্দ্রে নিয়োগ ২০২৪ আসল নাকি প্রতারণার ফাঁদ জানুন।

উপজেলা মা ও শিশু স্বাস্থ্যকেন্দ্রে নিয়োগ

উপজেলা মা ও শিশু স্বাস্থ্যকেন্দ্রে নিয়োগ এই রকম লোভনীয় শিরোনামে বেশ কিছু পত্রিকায় বিজ্ঞপ্তি দেখতে পাওয়া যাচ্ছে। এটা আসলে কতটুকু সত্য আসুন আজকে জেনে নেয়া যাক।

কোন পদে কত বেতন এবং শিক্ষাগত যোগ্যতা দেখে যাচাই করুন

  1. বিজ্ঞপ্তিতে উপজেলা অফিসার পদে শিক্ষাগত যোগ্যতা MA/BA পাস এবং ৩৫৭৫০ টাকা প্রদান করবে।
  2. পরিবার পরিকল্পনা পরিদর্শক পদে যোগ্যতা BA পাস এবং বেতন ৩০৪৫০ টাকা প্রদান করবে।
  3. ইউনিট অফিসার পদে যোগ্যতা BA/HSC পাস এবং বেতন ২৮৫৫০ টাকা প্রদান করবে।
  4. কমিউনিটি ম্যানেজার পদে যোগ্যতা HSC পাস এবং বেতন ২৬৫৫০ টাকা প্রদান করবে।
  5. মাঠ পরিদর্শক পদে যোগ্যতা HSC পাস এবং বেতন ২৫২৫০ টাকা প্রদান করবে।
  6. অফিস সহকারী পদে যোগ্যতা HSC পাস এবং বেতন ২৩৫০০ টাকা প্রদান করবে।
  7. ইউনিয়ন সুপারভাইজার পদে যোগ্যতা SSC পাস এবং বেতন ২১৮০০ টাকা প্রদান করবে।
  8. স্বাস্থ্য কর্মকর্তা পদে যোগ্যতা SSC/অষ্টম শ্রেণি পাস এবং বেতন ২০১০০ টাকা প্রদান করবে।

১ নং পদে শিক্ষাগত যোগ্যতা এম পাস আবার যদি বিএ অর্থাৎ ডিগ্রি পাস করেন তাও হবে হাস্যকর;

৩ নং পদে বিএ পাস আবার HSC পাস হলেও চলবে এবং ৬ নং পদে HSC পাস আবার SSC হলেও চলবে; এগুলো কিরে ভাই।

এরা কি কি সুবিধা প্রদান করবে সেগুলোর দিকে একটু খেয়াল করুন

উপজেলা মা ও শিশু স্বাস্থ্যকেন্দ্রে নিয়োগ ২০২৪ এর সুবিধাসমূহ

  • নিজ জেলা ও উপজেলায় নিয়োগ দেওয়া হবে।
  • প্রভিডেন্ট ফান্ড, গ্রাচুইটি ছুটি, কর্মচারী কল্যাণ ফান্ড প্রদান করা হবে।
  • বছরে দুইটি তিনটি উৎসব ভাতা প্রদান করা হব।

এসব শিক্ষগত যোগ্যতায় এত এত সুবিধা, সত্যি হলে নিয়োগের প্রতিযোগিতা কেমন হতো?

এই রকম শিক্ষাগত যোগ্যতায় যদি এত বেতন এবং যেসকল সুবিধার কথা উল্লেখ করা হয়েছে, সেগুলো যদি সত্যি সত্যি কোন কোম্পানি প্রদান করতে পারে। তাহলে তাদের কর্মীর অভাব হবে না। দেখা যেত সেখানে নিয়োগ পাওয়ার জন্য অনেক প্রতিযোগিতা শুরু হয়ে গিয়েছে। এবং আপনাকে মামা, খালা, চাচা ধরা লাগত। কিংবা চা খাওয়া বাবদ হয়ত কয়েক লক্ষ টাকা দাবি করে বসত।

এখানে আবেদন করা কতটা নিরাপদ?

এই ধরনের লোভনীয় বিজ্ঞপ্তিগুলোতে আবেদন করলেই, চাকরীর জন্য মনোনীত হয়েছেন বলে তারা আপনাকে জানাবে। এর পর এটা করা লাগবে ওটা করা লাগবে বা সিকিউরিটির জন্য বিভিন্ন আর্থিক লেনদেনের কথা বলবে। কোন কোন ক্ষেত্রে প্রথম অবস্থায় আর্থিক লেনদেনের কথা নাও বলতে পারে। পরবর্তী ধাপে সেটা করতে পারে। তাই বলব এখানে আবেদন করলেও কোন অবস্থাতেই এদের সাথে আর্থিক লেনদেন করবেন না। সেটা যে জন্যই চাক না কেনো।

আমার পরামর্শ

আমার কাছে যদি কেউ জানতে চান তাহলে আমি বলব এগুলোতে সময় নষ্ট না করে। আপনি চাকরির পড়ালেখায় ভালো প্রস্তুতি নিন এবং বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে আবেদন করে সেগুলোতে পরীক্ষা দিন। বেসরকারী কোম্পনীতে  SSC, HSC পাশে ভালো বেতনে তেমন কোন চাকরি নেই। যেটা পাবেন সেটাতে থাকা এবং খাওয়াতেই শেষ হয়ে যাবে। আর যারা বেশি বেতনের কথা বলবে, সেখানে গিয়ে হয়ত কোন ফাঁদে পরে যেতে পারেন।

আপনি এটি পড়ছেন তার মানে এটা হওয়ার সম্ভবনা বেশি যে আপনি একজন SSC/HSC ছাত্র-ছাত্রী অথবা পাস করার পর বেকার হয়ে বিভিন্ন আর্থিক সমস্যায় রয়েছেন। চটকদার বিজ্ঞাপনগুলো আসলে ছাত্র-ছাত্রী এবং বেকারদের কে টার্গেট করে দেওয়া হয়। তাই এই ধরনের বিজ্ঞাপনগুলোতে আবেদন করার আগে আপনার এলাকার অভিজ্ঞ বড় ভাই বোনদের কাছ থেকে ধারণা নিয়ে এসকল কাজে আগাবেন। চাকরি পেয়েছেন মনে করে গোপনে কখনো কোন কাজ করতে যাবেন না। এইভাবে অনেকে প্রতারিত হয়ে এসেছেন এরকম রেকর্ড অনেক রয়েছে।

উপজেলা মা ও শিশু স্বাস্থ্যকেন্দ্রে নিয়োগ ছাড়াও অন্যান্য চাকরির খবর পেতে আমাদের সাথেই থাকুন।

নিয়মিত চাকরির খবর পেতে ভিজিট করুন thebdjob.com

This Post Has 3 Comments

  1. Adnan

    Vai amake to amon cakrir offer dise r kisu jinis ar jonno 1050 taka casse

    1. admin

      কোন টাকা পয়সা দিবেন না।

  2. Mustakim

    আমি HSC পাশ আমি কাজ করতে আগ্রহী
    01755458959

Leave a Reply