জেলা প্রশাসকের কার্যালয় লালমনিরহাটে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ প্রকাশিত হয়েছে পদ সংখ্যা ৩৭টি।

জেলা প্রশাসকের কার্যালয় লালমনিরহাটে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪

ভূমি মন্ত্রাণালয়ের মাঠ প্রশাসনের জারীকৃত ছাড়পত্রের নির্দেশনা মোতাবেক জেলা প্রশানসকের কার্যালয়, লালমনিরহাট এর রাজস্ব প্রশাসনের অধীন নিম্নবর্ণিত শূণ্য পদসমূহ অস্থায়ী ভিত্তিতে সরাসরি জনবল নিয়োগের নিমিত্ত লালমনিরহাট জেলার স্থায়ী বাসিন্দাদের নিকট হতে অনলাইনে আবেদনের আহবান করা যাচ্ছে।

পদসমূহ: জেলা প্রশাসকের কার্যালয় লালমনিরহাটে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪

. অফিস সহায়ক

পদের সংখ্যাঃ ৩৩

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতাঃ

(ক) কোন স্বীকৃত বোর্ড অন্যূন দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএসহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।

যে সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন :

লালমনিরহাট জেলার স্থায়ী বাসিন্দা ব্যতিত অন্য কোনো জেলার জনগন আবেদন করতে পারবে না।

. নিরাপত্তা প্রহরী

পদের সংখ্যাঃ ০৩ টি

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতাঃ

(ক) কোন স্বীকৃত বোর্ড অন্যূন দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএসহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।

যে সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন না: ১ নং পদের উল্লেখিত জেলাসমূহ

. পরিচ্ছন্নতাকর্মী

পদের সংখ্যাঃ  ০১

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতাঃ 

(ক) কোন স্বীকৃত বোর্ড অন্যূন দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএসহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।

যে সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন না: ১ নং পদের উল্লেখিত জেলাসমূহ

আবদনের বয়সসীমা:

প্রার্থীর বয়সসীমা ৩০/০৪/২০২৪ তারিখে ১৮-৩০ বছর হতে হবে। তবে বীর ‍মুক্তিযোদ্ধার/শহীদ মুক্তিযোদ্ধার পুত্র-কন্যা/পুত্র-কন্যার পুত্র-কন্যা ও শারীরিক প্রতিবন্ধিদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়স ৩২ বছর পর্যন্ত শিথিলযোগ্য। বয়সের ক্ষেত্রে কোন এফিডেভিট গ্রহণযোগ্য হবে না।

আবেদনের সময়সীমা:

আবেদনপত্র পূরণ ও আবেদন ফি জমাদান শুরুর তারিখ ও সময়   ০২/০৫/২০২৪ তারিখ সকাল ১০:০০ ঘটিকা।

আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময় ৩১/০৫/২০২৪ তারিখ বিকাল ০৫:০০ টা পর্যন্ত অনলাইনে দাখিল করা যাবে।

উক্ত সময়সীমার মধ্যে User ID প্রাপ্ত প্রার্থীগণ Online- এআবেদনপত্র Submit এর সময় থেকে পরবর্তী ৭২ (বাহাত্তর) ঘন্টার মধ্যে এসএমএস এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন।

ছবি ও স্বাক্ষরের সাইজ:

ছবির সাইজ:  দৈর্ঘ্য ৩০০ X প্রস্থ ৩০০ সাইজের রঙিন ছবি আপলোড করতে হবে।

স্বাক্ষরের সাইজ:  দৈর্ঘ্য ৩০০ X প্রস্থ ৮০ সাইজের স্বাক্ষর আপলোড করতে হবে।

ফি এর পরিমাণ:

১ হতে ৩  ক্রমিক নম্বরের জন্য পরীক্ষার ফি বাবদ ১০০ টাকা ও টেলিটক সার্ভিস চার্জ বাবদ ১২/- টাকাসহ মোট ১১২/- টাকা।

Application’s Copy- তে একটি User ID নম্বর দেওয়া থাকবে। User ID নম্বর ব্যবহার করে প্রার্থী নিম্নোক্ত পদ্ধতিতে যেকোন টেলিটক প্রি-পেইড মোবাইল  নম্বরের মাধ্যমে ০২ (দুই)টি ‍SMS করে পরীক্ষার ফি বাবদ  অনধিক ৭২ ঘন্টার মধ্যে জমা দিবেন।

SMS এর মধ্যমে পরীক্ষার ফি প্রদান পদ্ধতি:

প্রথম এসএমএস: DCLAL<space> User ID লিখে 16222 নম্বরে Send করবেন। এসএমএস সেন্ড করলে আপনি একটি ফিরতি এসএমএস পাবেন। সেখানে আপনাকে একটি PIN নম্বর প্রদান করা হবে। এই PIN নম্বর দিয়ে আপনি দ্বিতীয় এসএমএস টি পাঠাবেন।

দ্বিতীয় এসএমএস: DCLAL<space> Yes <space> PIN লিখে 16222 নম্বরে ‍Send করবেন। এখানে আপনি সফলভাবে আবেদন ফ্রি প্রদান করেছেন মর্মে একটি ফিরতি এসএমএস এ password পাবেন।

প্রবেশপত্র:

  • প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি http://dclal.teletalk.com.bd ওয়েবসাইটে এবং প্রার্থীর মোবাইল ফোনে SMS এর মাধ্যমে যথাসময়ে জানানো হবে। আবেদনপত্রে ব্যবহৃত মোবাইল নম্বরে পরীক্ষা সংক্রান্ত যাবতীয় যোগাযোগ সম্পন্ন করা হবে। বিধায় উক্ত নম্বরটি সার্বক্ষণিক সচল রাখা, SMS পড়া এবং প্রাপ্ত নির্দেশনা তাৎক্ষণিকভাবে অনুসরণ করা বাঞ্জনীয়।
  • SMS এ প্রেরিত User ID ও Password ব্যবহার করে পরবর্তীতে রোল নম্বর, পদের নাম, ছবি, পরীক্ষার তারিখ, সময় ও স্থান/কেন্দ্রের নাম ইত্যাদি তথ্য সম্বলিত প্রবেশপত্র প্রার্থী DOwnload পূর্বক রঙিন কপি প্রিন্ট করে নিবেন। প্রার্থী প্রবেশপত্রটি লিখিত পরীক্ষায় অংশগ্রহণের সময় এবং উত্তিীর্ণ হলে ব্যবহারিক/ মৌখিক পরীক্ষার সময় অবশ্যই প্রদর্শন  করবেন।

Leave a Reply