বাংলালিংক 4G নেটওয়ার্ক এ নিয়োগ ২০২৪ আসল নাকি প্রতারণার ফাঁদ জানুন।

বাংলালিংক 4G নেটওয়ার্ক এ নিয়োগ

বাংলালিংক 4G নেটওয়ার্ক এ নিয়োগ এই রকম লোভনীয় শিরোনামে বেশ কিছু পত্রিকায় বিজ্ঞপ্তি দেখতে পাওয়া যাচ্ছে। এটা আসলে কতটুকু সত্য আসুন আজকে জেনে নেয়া যাক।

কোন পদে কত বেতন এবং শিক্ষাগত যোগ্যতা দেখে যাচাই করুন

বাংলালিংক 4G নেটওয়ার্ক এ নিয়োগ বিজ্ঞপ্তিতে যে সকল শিক্ষাগত যোগ্যতায় বেতনের কথা উল্লেখ করা হয়েছে তা সন্দেহমূলক:

  1. এরিয়া ম্যানেজার পদে শিক্ষাগত যোগ্যতা বি.এ পাস এবং বেতন ৩৮,৫০০ টাকা ।
  2. অডিট অফিসার পদে শিক্ষাগত যোগ্যতা এইচ.এস.সি পাস এবং বেতন ৩৪,৫০০ টাকা ।
  3. ইনচার্জ অফিসার পদে শিক্ষাগত যোগ্যতা এইচ.এস.সি পাস এবং বেতন ৩০,৭৫০ টাকা ।
  4. টাওয়ার সুপারভাইজার পদে শিক্ষাগত যোগ্যতা এস.এস.সি পাস এবং বেতন ২৩,৭৫০ টাকা ।
  5. সিকিউরিটি গার্ড পদে শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণি পাস এবং বেতন ২০,৫৫০ টাকা ।

চাকুরীর শুরুতে এত বেতন দেশের স্বনামধন্য কোম্পানীগুলো দিতে পারে না। এরা কিভাবে এত টাকা বেতন দিতে পারবে বলে আপনি মনে করেন। উচ্চ বেতন দিয়ে সরল সহজ মানুষগুলোকে আকৃষ্ট করার চেষ্টা করা হয়েছে বলে মনে হচ্ছে।

এরা কি কি সুবিধা প্রদান করবে সেগুলোর দিকে একটু খেয়াল করুন

বাংলালিংক 4G নেটওয়ার্ক এ নিয়োগ বিজ্ঞপ্তিতে যে সকল সুবিধার কথা উল্লেখ করা হয়েছে:

  • কর্মস্থল নিজ জেলা ও উপজেলার মধ্যে রাখা হবে।
  • ছাত্র ছাত্রীদের পড়াশোনা করার সুযোগ রয়েছে
  • চাকরী শেষে পেনশন প্রদান করা হবে।
  • কর্মসময় সকাল ১০:০০ থেকে ৫:০০ পর্যন্ত। (খুবই আরামের চাকরি)
  • শুক্র ও শনিবার অফিস বন্ধ থাকিবে।

সত্যিকারের কোন কোম্পনী চাইনা ছাত্র ছাত্রী নিয়োগ করতে। ছাত্র-ছাত্রী নিয়োগ দিয়ে তারা কাজ করবে না লেখাপড়া করবে। তারপর আবার এত বেতন এবং কর্মস্থলও নিজ উপজেলা কে না চাইবে এখানে চাকুরী করতে। তাহলে প্রতি সপ্তাহে বিজ্ঞপ্তি ছাপাতে থাকে কেন?

এসব শিক্ষগত যোগ্যতায় এত এত সুবিধা, সত্যি হলে নিয়োগের প্রতিযোগিতা কেমন হতো?

এই রকম শিক্ষাগত যোগ্যতায় যদি এত বেতন এবং যেসকল সুবিধার কথা উল্লেখ করা হয়েছে, সেগুলো যদি সত্যি সত্যি কোন কোম্পানি প্রদান করতে পারে। তাহলে তাদের কর্মীর অভাব হবে না। দেখা যেত সেখানে নিয়োগ পাওয়ার জন্য অনেক প্রতিযোগিতা শুরু হয়ে গিয়েছে। এবং আপনাকে মামা, খালা, চাচা ধরা লাগত। কিংবা চা খাওয়া বাবদ হয়ত কয়েক লক্ষ টাকা দাবি করে বসত।

এখানে আবেদন করা কতটা নিরাপদ?

এই ধরনের লোভনীয় বিজ্ঞপ্তিগুলোতে আবেদন করলেই, চাকরীর জন্য মনোনীত হয়েছেন বলে তারা আপনাকে জানাবে। এর পর এটা করা লাগবে ওটা করা লাগবে বা সিকিউরিটির জন্য বিভিন্ন আর্থিক লেনদেনের কথা বলবে। কোন কোন ক্ষেত্রে প্রথম অবস্থায় আর্থিক লেনদেনের কথা নাও বলতে পারে। পরবর্তী ধাপে সেটা করতে পারে। তাই বলব বাংলালিংক 4G নেটওয়ার্ক এ নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করলেও কোন অবস্থাতেই এদের সাথে আর্থিক লেনদেন করবেন না। সেটা যে জন্যই চাক না কেনো।

আমার পরামর্শ

আমার কাছে যদি কেউ জানতে চান তাহলে আমি বলব এগুলোতে সময় নষ্ট না করে। আপনি চাকরির পড়ালেখায় ভালো প্রস্তুতি নিন এবং বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে আবেদন করে সেগুলোতে পরীক্ষা দিন। বেসরকারী কোম্পনীতে  SSC, HSC পাশে ভালো বেতনে তেমন কোন চাকরি নেই। যেটা পাবেন সেটাতে থাকা এবং খাওয়াতেই শেষ হয়ে যাবে। আর যারা বেশি বেতনের কথা বলবে, সেখানে গিয়ে হয়ত কোন ফাঁদে পরে যেতে পারেন।

আপনি এটি পড়ছেন তার মানে এটা হওয়ার সম্ভবনা বেশি যে আপনি একজন SSC/HSC ছাত্র-ছাত্রী অথবা পাস করার পর বেকার হয়ে বিভিন্ন আর্থিক সমস্যায় রয়েছেন। চটকদার বিজ্ঞাপনগুলো আসলে ছাত্র-ছাত্রী এবং বেকারদের কে টার্গেট করে দেওয়া হয়। তাই এই ধরনের বিজ্ঞাপনগুলোতে আবেদন করার আগে আপনার এলাকার অভিজ্ঞ বড় ভাই বোনদের কাছ থেকে ধারণা নিয়ে এসকল কাজে আগাবেন। চাকরি পেয়েছেন মনে করে গোপনে কখনো কোন কাজ করতে যাবেন না। এইভাবে অনেকে প্রতারিত হয়ে এসেছেন এরকম রেকর্ড অনেক রয়েছে।

নিয়মিত চাকরির খবর পেতে ভিজিট করুন thebdjob.com

Leave a Reply